নরসিংদী জেলার সদর উপজেলাধীন চরদিঘলদী ইউনিয়ন পরিষদঃ-
ভুমিকাঃ- নরসিংদী সদর উপজেলা থেকে প্রায় ১৫ (পনের) মাইল দূরে আমাদের চরদিঘলদী ইউনিয়ন অবস্থিত । আমাদের ইউনিয়নের পশ্চিম দিকে আড়াই হাজার উপজেলার গোপালদী পৌরসভা, উত্তর দিকে নরসিংদী সদরের করিমপুর উনিয়ন, পূর্ব দিকে সোনারামপুর ইউনিয়ন, দক্ষিনে করিতলা সংলগ্ন ফেড়ি ঘাট অবস্থিত । প্রকৃত পক্ষে এই ইউনিয়নটির চার পাশেই নদী বেষ্টিত । মেঘনা নদী আর তার ছোট ছোট শাখা প্রশাখা দ্বারা এই ইউনিয়নটিকে দ্বীপে রুপান্তরিত করেছে। সবুজ শ্যামল গাছ পালা সমৃদ্ধ এই ইউনিয়নটি প্রাকৃতিক সম্পদে ভরপুর ।
এক নজরে চরদিঘলদী ইউনিয়ন
০১। ইউনিয়নের নাম : চরদিঘলদী ইউনিয়ন।
০২। আয়তন : ৬.২৫ বর্গ কিলোমিটার।
০৩। লোক সংখ্যা : পুরুষ : ৭,৫০০ জন ও মহিলা : ৯,১৬৬ জন। মোট ১৬৬৬৬ জন
০৪। মোট জমির পরিমান : ১৪১৩.২১ একর (আরএস রেকর্ড অনুযায়ী।
০৫। খাস জমির পরিমান : ৫৮.৯৪ একর।
০৬। মৌজা : ৪।
০৭। ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ- ২৮ টি, মন্দির- ০২ টি।
০৮। শিক্ষা প্রতিষ্ঠান : ফোরকানিয়া মাদ্রসা= ০৫ টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়=০১ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়= ০৭ টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়= ০২ টি।
০৯। গ্রাম : ১২ টি ।
১০। হাট-বাজার : -অনুমোদিত নয় এমন ০৪ টি।
১১ । গুচ্ছ গ্রাম : -০১ ।
.১২। রাস্তা : থানা পরিষদের ০২ টি, ইউনিয়ন পরিষদের-১৫ টি।
১৩। স্বাস্থ্য কমপ্লেক্স : ০১ টি।
১৪। আনসার একাডেমী : ০১ টি।
১৫। ওয়ার্ড সংখ্যা : ০৯ টি।
১৬। চেয়ারম্যান : ০১ জন।
১৭। সদস্য সংখ্যা : ১২ জন, পুরুষ সংখ্যা- ০৯ জন, মহিলা- ৩ জন।
.১৮। ইউনিয়ন সচিব : ০১ জন।
১৯ । গ্রাম পুলিশের সংখ্যা : ০৮ জন, দফাদার- ০১ জন, মহল্লাদার-০৭ জন।
২০। কমিউনিটি ক্লিনিক : ০২ টি।
২১। শিক্ষার হার : প্রায়-৪৩%
২২। ইউনিয়ন ডিজিটাল সেন্টার ১ টি
২৩। পুলিশ ফাড়ি ১ টি
২৪। ব্রীজের সংখ্যা ৫ টি
২৫। ভূমি অফিস ১ টি
২৬. ঈদগাহের সংখ্যা ৫ টি
২৭। কৃষি কার্ড ২৫০ টি
২৮। ডাকঘর ১ টি
২৯। এজেন্ট ব্যাংকিং শাখা ৩ টি
৩০। কলেজ/বিশ্ব বিদ্যালয়ঃ নেই
৩১। পুকুর ১ টি
৩২। এতিম খানা ২ টি
৩৩। কালভার্ট সংখ্যা ৩ টি
৩৪। গোরস্থান সংখ্যা ৪ টি
৩৫। খেয়া ঘাট ১ টি
৩৬। পাকা ঘাটলা ২৫ টি
৩৭। নৌকা ঘাট ১ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস